খাল থেকে উদ্ধার আইনজীবীর মৃতদেহ!

উত্তরপ্রদেশে আবারও অত্যাচারের শিকার এক নারী।

author-image
Shroddha Bhattacharyya
New Update
TMC hj1.jpg

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি কাসগঞ্জ খাল থেকে উদ্ধার হয়েছে এক আইনজীবীর মৃতদেহ। তা ঘিরে প্রশ্ন উঠেছে অনেক। এখনও ওই মহিলার মৃত্যুর কারণ জানা যায়নি। উত্তরপ্রদেশে আবারও অত্যাচারের শিকার এক নারী।

vnk,

এই আবহে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, "কাসগঞ্জ খাল থেকে এক নারী আইনজীবীর মৃতদেহ উদ্বেগজনক প্রশ্নের জন্ম দিয়েছে।

 

ভারতীয় জনতা পার্টি আপনার "নারী শক্তি"-র দাবি আগের চেয়ে দ্রুত ডুবে যাচ্ছে।

 ইউপি নারীদের জন্য নিরাপদ নয় এটা স্বীকার করার আগে আর কত নারীকে তাদের জীবন ও মর্যাদা বিসর্জন দিতে হবে?

ন্যায়বিচার জবাবদিহিতার মতো দুর্লভ হওয়া উচিত নয়। ভারতের মহিলাদের কাছে শুধু মুখে পরিষেবা দেওয়ার চেয়ে আরও বেশি কিছু দেওয়ার সময় এসেছে।"