/anm-bengali/media/media_files/PJfWRfK4waSNmkHaeZF3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বরাবরই ঝাঁঝালো মন্তব্য করার জন্য পরিচিত তৃণমূল (TMC) নেত্রী মহুয়া মৈত্র (Mahua Moitra)। একাধিক বিতর্কেও পড়েছেন মন্তব্য করে. তবে তাতে তিনি ভ্রূক্ষেপ করেন না। নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে যখন বিতর্ক চলছে, তখন ফের কড়া ভাষায় মন্তব্য করলেন মহুয়া। সামাজিক মাধ্যমে বলেছেন, "সংসদীয় গণতন্ত্রের অগ্রাধিকার ক্রম অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম, উপরাষ্ট্রপতি দ্বিতীয় এবং প্রধানমন্ত্রী তৃতীয় হন। এটি প্রধানমন্ত্রী মোদির (PM Narendra Modi) বাড়ির গৃহপ্রবেশ নয়, যা তিনি নিজের টাকায় তৈরি করেছেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ২৮ মে দলে যোগ দেবে না। বিজেপিকে শুভকামনা।"