/anm-bengali/media/media_files/2024/10/30/RCZhj5CQ3CLst1hdcue1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল নেতা কুণাল ঘোষের কথায়, "কেন্দ্রীয় সরকার আবাস যোজনায়, ১০০ দিনের কাজে, গ্রামীণ রাস্তায় এক টাকাও দেয়নি। এখন সম্পূর্ণ রাজ্য সরকারের প্রকল্প 'বাংলার বাড়ি' প্রকল্পের আওতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভাবীদের জন্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। প্রথম পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ১১ লাখ বাড়ি তৈরি হবে। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার কোনও সম্পর্ক নেই। এখন বিরোধীরা, বিশেষ করে বিজেপি গরিব মানুষের পক্ষে কাজ বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। আমাদের রাজ্যে বাংলার মানুষ বারবার পরাজিত হয়েছে বলে তারা শাস্তি দিতে চায়। তাই তারা যখন দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্যের নিজস্ব তহবিল ব্যবহার করে কেন্দ্রের তহবিল দিয়ে কাজ শুরু করেছেন, তখন তারা এই প্রকল্পকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তারা কিছু বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।"
#WATCH | Kolkata, West Bengal: TMC leader Kunal Ghosh says, "Central Govt has not given a single Rupee in Awas (Yojana), in 100 days work (scheme), in rural roads. Now under Banglar Bari scheme, a completely State Government scheme, CM Mamata Banerjee has arranged facilities for… pic.twitter.com/r07GFdJrsz
— ANI (@ANI) October 30, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us