বাংলায় ৩০ পেরবে না তৃণমূলের আসন, ভরা মঞ্চে স্বীকার করলেন অভিষেক

গতবার তৃণমূল ২২টি আসনে জিতেছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
abhishek Banerjee 111111.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনে পাখির চোখ পশ্চিমবঙ্গ। দিল্লিতে লড়াই দিল্লির মতন করে হচ্ছে। তবে এরাজ্যে লড়াই একটু বেশিই গুরুত্বপূর্ণ তৃণমূল-বিজেপি উভয়ের কাছেই। অমিত শাহ, মোদি সকলেই এসে টার্গট বেঁধে দিচ্ছেন ৩০ থেকে ৩৫ টা আসন। আর এদিকে তৃণমূলও মরিয়া সেই লক্ষ্য পূরণ করতে। তবে দলের সেকেন্ড ইন কমান্ড শোনাচ্ছেন অন্য কথাই।

abhishek bardhokko.jpg

তিনি জানিয়েছেন যে গতবার তৃণমূল যেখানে ২২টি আসনে জিতেছিল, এবার সেটা ২৩-এও থেমে যেতে পারে। আবার সেটা ৩৪-এও পৌঁছে যেতে পারে। অর্থাৎ অভিষেকের একটাই কথা, গতবারের তুলনায় তৃণমূলের ভোট ব্যাঙ্ক বাড়বে, তবে ৩০ ছাড়াতে পারবে কিনা, তা ডায়মন্ড হারবারের প্রার্থীও ঠাহর করে বলতে পারছেন না।

mamata abhi.jpg

Add 1