হাসপাতালেও তৃণমূল-বিজেপি হাতাহাতি!

পঞ্চায়েত ভোটের আগে নতুন করে উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক মহল। মতুয়াদের গোর বলে পরিচিত ঠাকুরনগরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাতাহাতির অভিযোগ।

author-image
Pritam Santra
New Update
bjp tmc.jpg

নিজস্ব সংবাদদাতা: সংঘাতের রেশ ঠাকুরবাড়ির মাঠে। এরপ বিষয়টি গড়ায় হাসপাতালেও। অভিযোগ, ঠাকুরবাড়ির মাঠে জখম হওয়া ব্যক্তিদের নিয়ে হাসপাতালে যাওয়ার পর সেখানেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মী, সমর্থকরা।  কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াও মারধরের অভিযোগ তুলেছেন।  পুলিশের বিরুদ্ধে করেছেন অভিযোগ। বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। সব মিলিয়ে রবিবার মতুয়া গড়ে চরম উত্তেজনা রাজনৈতিক প্রেক্ষাপটে।