New Update
/anm-bengali/media/media_files/mSUnZErqFI4ZuN5wrDFY.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ইতালির রাজধানী রোমের নিকটবর্তী তিভোলি শহরের একটি হাসপাতালে আগুন লেগে তিনজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, সান জিওভান্নি ইভাঞ্জেলিস্তা হাসপাতালের মর্গে চতুর্থ জনের মৃতদেহ পাওয়া গেছে, তবে ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় রাত ১১টার কিছু আগে আগুন লাগার আগেই তার মৃত্যু হয়।
ফায়ার ব্রিগেড টার্নটেবিল সিঁড়ি ব্যবহার করে এক গর্ভবতী মহিলা এবং বেশ কয়েকটি শিশু সহ প্রায় ২০০ জনকে হাসপাতাল থেকে সরিয়ে নিতে সহায়তা করেছিল। যাদের উদ্ধার করা হয়েছে তাদের চিকিৎসার জন্য রোমের অন্যান্য অংশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে দুই জন পুরুষ ও দুই নারীর বয়স ৭৬ থেকে ৮৬ বছরের মধ্যে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us