New Update
/anm-bengali/media/media_files/WEJcRVmM0snUNDR2EQf6.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে শেবেকিনো শহরে ইউক্রেনের গোলা আঘাত হানার পর তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।
আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেন, "অ্যাম্বুলেন্স কর্মীরা পিঠে ও ঊরুতে শ্রাপনেলের আঘাত নিয়ে গুরুতর অবস্থায় এক নারীকে এবং বুকে শ্রাপনেলের আঘাতে আহত এক ব্যক্তিকে আঞ্চলিক ক্লিনিকাল হাসপাতালে নিয়ে আসে।"
ঊরুতে শ্রাপনেলের ক্ষত নিয়ে তৃতীয় একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, 'দুটি বাড়ি ও চারটি আউট বিল্ডিংয়ে আগুন লেগে যায়।'
যুদ্ধ চলাকালীন বেলগোরোদ ইউক্রেনের কাছ থেকে ঘন ঘন গোলাবর্ষণ এবং ড্রোন হামলার শিকার হয়েছে। এটি কুরস্ক অঞ্চলের পাশেই অবস্থিত, যার একটি বড় অংশ গত মাসে আন্তঃসীমান্ত হামলার পর ইউক্রেনীয় বাহিনী দখল করে নিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us