বাড়ি ফাঁকা পেয়ে চুরি

চন্দ্রকোনার বাসুলিয়া গ্রামের ঘটনা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-02 1.44.22 PM

নিজস্ব প্রতিনিধি: জগদ্ধাত্রী পুজোয় মেলা দেখে বাড়ি ফিরে মাথায় হাত পরিবারের সদস্যদের। বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। দরজার তালা ভাঙা, ভিতরে আলমারি-ড্রয়ার খোলা, লন্ডভন্ড জিনিসপত্র। ভরসন্ধ্যায় ফাঁকা বাড়িতে চুরি, উধাও সোনার গহনা থেকে নগদ টাকা। চাঞ্চল্য চন্দ্রকোনার বাসুলিয়া গ্রামে। শনিবার আনুমানিক রাত আটটা থেকে সাড়ে আটটা নাগাদ চুরির ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বাসুলিয়া গ্রামে। জানা গেছে, গ্রামের বাসিন্দা অশোক ভান্ডারীর বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, সন্ধ্যায় সপরিবারে গ্রাম থেকে দূরে শ্রীনগরে জগদ্ধাত্রী পুজো ও মেলায় গিয়েছিল তারা। ঘন্টাখানেক পর বাড়ি ফিরে দেখে বাড়ির দরজা খোলা, তালা ভাঙা। তড়িঘড়ি বাড়ির ভিতরে ছুটে গিয়ে দেখা যায় সব দরজা খোলা অবস্থায় রয়েছে। বাড়ির ভিতরে আলমারির তালা ভাঙা, একটি ড্রয়ার খোলা অবস্থায় পড়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে জিনিসপত্র। পরিবারের ততক্ষণে বুঝতে অসুবিধা হয়নি, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের দাবি, সোনার গহনা সহ নগদ টাকা চুরি হয়েছে, আনুমানিক ২ লক্ষ টাকার সোনা আর নগদ ৫০ হাজার টাকা রাখা ছিল ড্রয়ারে। বাড়ির মালিক পেশায় আলু ব্যবসায়ী অশোক ভান্ডারী জানান, মহাজনকে দেওয়ার জন্য হাজার পঞ্চাশ টাকা বাড়িতে রাখাছিল, সে টাকা নেই, সাথে সোনার গহনাও নেই। পরিবারের অভিযোগ, সন্ধ্যা বেলা কয়েকঘন্টার অন্তরে বাড়ি ফাঁকা পেয়ে কি করে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটতে পারে। পরিকল্পিত ভাবেই চেনাজানা কেউ না হলে এই ঘটনা ঘটাতে পারে? প্রশ্ন চুরি হওয়া বাড়ির সদস্যদের। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামে, ছুটে আসে পাড়ার প্রতিবেশিরাও। পুজোয় মেলা দেখতে গিয়ে এমনটা ঘটনা ঘটবে কল্পনাই করতে পারছেনা পরিবারের সদস্যরা। নগদ টাকা ও সোনার গহনা চুরি যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। পরিবারের তরফে জানানো হয়েছে ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হবে।