/anm-bengali/media/media_files/uMQzAJlKCdhhXGPDlaoD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার তৃণমূলের গোষ্ঠী-কোন্দল প্রকাশ্যে এল ভরা মঞ্চের ওপরে। সূত্র মারফত জানা গিয়েছে যে, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল নমঃশূদ্র ও উদবাস্তু সেলের উদ্যোগে দ্বিতীয় বর্ষের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত হয়েছিলেন তৃণমূলের কর্মী সংগঠনের বিভিন্ন সদস্যরা। সেখানেই অপর জনৈক ব্যক্তির ভাষণের সমাপ্তির পরেই দুজনের মধ্যে বচসা বাঁধে। মঞ্চে উপস্থিত সকল অতিথিদের সামনেই শুরু হয় বচসা। মুহুূর্তে ক্যামেরাবন্দি করা হয় তা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি তার 'এক্স' মাধ্যমে সেই ভিদিও শেয়ার করেছেন। তিনি ক্যাপশানে লিখেছেন, '' জমিদারি প্রথা অবলুপ্ত হলেও তোলামূলী নেতা মন্ত্রীদের জমিদারি মেজাজ এখনও বিরাজমান ! '' দেখুন সেই ভিডিওর এক ঝলক।
জমিদারি প্রথা অবলুপ্ত হলেও তোলামূলী নেতা মন্ত্রীদের জমিদারি মেজাজ এখনও বিরাজমান ! pic.twitter.com/BYTIBlJhGO
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 19, 2024
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us