ভয়াবহ, ২৪ ঘণ্টায় ১৪৮ বার বোমা হামলা! সব শেষ, কান্না, ধ্বংস

ভয়াবহ পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ।

author-image
Aniruddha Chakraborty
New Update
মক,ম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ জাপোরিঝিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো জানিয়েছেন, গত একদিনে রুশরা জাপোরিঝিয়া অঞ্চলের ২৭টি বসতিতে ১৪৮টি বোমা হামলা চালিয়েছে। নভোইয়াকোভলিভকার ২৩ বছর বয়সী এক বাসিন্দা রাশিয়ার এমএলআরএস-এর হামলায় আহত হয়েছেন। তাকে একটি মেডিকেল ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িঘর ও অবকাঠামো ধ্বংসের ২৫টি খবর পাওয়া গেছে।