New Update
/anm-bengali/media/media_files/pO0Nqe7blkgq6tytK6wJ.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ একদিকে ইউক্রেনের উপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ান বাহিনীর হামলায় বিধ্বস্ত ইউক্রেনের একাধিক শহর। এসবের মধ্যে রাশিয়ার রাজধানী মস্কোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোতে একটি নির্মাণ সামগ্রীর গুদামে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
⚡️In moscow, the russian federation, a building materials warehouse caught fire, russian mass media reports.
— FLASH (@Flash_news_ua) September 21, 2023
👉 Follow @Flash_news_uapic.twitter.com/yGniGH8Bkp
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, আগুন লাগার পর কালো ধোঁয়ায় পুরো আকাশ ঢেকে গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us