বামপন্থী গুলো শোধরাবে না, বুড়ো হোক বা কচি বাম মানেই দেশের শত্রু, যুদ্ধ হলে পাকিস্তানের লোক মারা যাবে সেটা নিয়ে এরা চিন্তিত- ভিডিও সামনে এনে বামেদের চরমতম নিশানা

বামেদের নিশানা।

author-image
Aniket
New Update
x

নিজস্ব সংবাদদাতা: এবার ভারত-পাক যুদ্ধ ইস্যুকে সামনে রেখে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি বামপন্থীদের চরমতম নিশানা করেছেন। তিনি একটি ভিডিও ট্যুইট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, যুদ্ধের বিপক্ষে গিয়ে পাকিস্তানের সাধারণ মানুষের পক্ষে বার্তা দিচ্ছেন একদল বিক্ষোভকারী। আর এই ভিডিওকে কেন্দ্র করে তিনি বলেন, "বামপন্থী গুলো শোধরাবে না। বুড়ো হোক বা কচি বাম মানেই দেশের শত্রু। যুদ্ধ হলে পাকিস্তানের লোক মারা যাবে সেটা নিয়ে এরা চিন্তিত কিন্তু পাকিস্তান যখন জঙ্গি পাঠিয়ে আমাদের লোক মারে তখন এরা চুপ থাকে"।

tarunjyoti

 তার এই বক্তব্যকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। প্রসঙ্গত, পাহেলগাম হামলার পর থেকে ভারত-পাক সম্পর্ক যুদ্ধ পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে। বারংবার পাকিস্তানের পক্ষ থেকে ভারতের ওপর বিনা প্ররচনায় গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। ফলে ভারতের তরফেও পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীরা যুদ্ধের বিরুদ্ধে বার্তা দিয়েছেন এবং যুদ্ধ হলে পাকিস্তানের সাধারণ মানুষের যে ভোগান্তি হবে তা সামনে এনেছেন। সবার ওপরে শান্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে।