/anm-bengali/media/media_files/FiRpjSiP9bggFvDFTcpw.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃভোটের ফলাফল বেরনোর পড় ফের উত্তেজনা উপত্যকায়। এবার সেনা জওয়ানদেরই অপহরণ করা হল। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গল এলাকা থেকে সীমান্তরক্ষী সেনার দুই জওয়ানকে অপহরণ করা হয়। পরে এক জওয়ানের হদিস মিললেও, আরেক জওয়ানের খোঁজে চলছে তল্লাশি।
বুধবার অর্থাৎ আজ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অনন্তনাগ এলাকায় সন্ত্রাসীদের দ্বারা অপহৃত টেরিটোরিয়াল আর্মি জওয়ানের দেহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল থেকে ওই জওয়ান নিখোঁজ রয়েছেন এবং সেখানে তল্লাশি অভিযান চলছে।
#UPDATE | The body of the Territorial Army jawan abducted by terrorists in the Anantnag area has been recovered with gunshot wounds. The soldier had been reported missing since yesterday and search operations were on by the security forces there: Sources https://t.co/H0JmOX8jUX
— ANI (@ANI) October 9, 2024
সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কাছে কোকেরনাগ এলাকার জঙ্গল থেকে টেরিটোরিয়াল আর্মির দুই জওয়ানকে অপহরণ করে সন্ত্রাসবাদীরা। এক জওয়ান কোনওমতে পালিয়ে আসতে সক্ষম হলেও, অপর জওয়ানকে অপহরণ করে পালিয়ে যায় সন্ত্রাসবাদীরা। তাঁকে খুঁজতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে।
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালেও এভাবেই সেনাবাহিনীর এক জওয়ানকে অপহরণ করেছিল সন্ত্রাসবাদীরা। দিন কয়েক পর তাঁর বাড়ির সামনে থেকে জামাকাপড় উদ্ধার হয়। এক বছর পর, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ওই সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us