New Update
/anm-bengali/media/media_files/5gDjQYDXKI7zSlnuu4N9.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কোজাগরী লক্ষ্মীপুজোর পর হিমেল পরশ জাঁকিয়ে বসেছিল দক্ষিণ ২৪ পরগণায়। তারপর অবশ্য বাড়ে তাপমাত্রা। গত কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখীই ছিল জেলায় জেলায়। তবে এই সপ্তাহ থেকে বদলেছে ছবিটা। কালীপুজোর আগেই ঠান্ডার পরশ লেগেছে এই জেলায়।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ দক্ষিণ ২৪ পরগণার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশের আশাপাশি। যা জানা যাচ্ছে, আগামীকাল থেকে এই তাপমাত্রা আরও নামবে। ফলে জাঁকিয়ে ঠান্ডার পরিমাণ আরও বাড়বে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us