নিজস্ব সংবাদদাতা: হিমেল পরশ জাঁকিয়ে বসেছে বীরভূমে। বৃষ্টি, ঝোড়ো হাওয়ার দাপট না থাকলেও ঠান্ডার অনুভূতি বেশ ভালোই হচ্ছে এই জেলায়। গত কয়েকদিন ধরেই আকাশ মেঘমুক্ত, ফলে হিমেল বাতাসের ছোঁয়া বেশ ভালোই অনুভব করছে জেলাবাসী।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ শতাংশের কাছাকাছি। আপাতত মেঘ মুক্ত আকাশই থাকবে বঙ্গ জুড়ে, এমনটাই বলছে হাওয়া অফিস।