New Update
/anm-bengali/media/media_files/HTkjGtgvMhPge7Mnv9aE.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর আগে লেগেছিল হিমের হাওয়া। তবে তা স্থায়ী হওয়ার আগেই নিল বিদায়! ফের উত্তপ্ত দক্ষিণের একাধিক জেলা। ভাঙা মেঘের দাপটে বেশ নাজেহাল অবস্থা দুই মেদিনীপুরে। আজ শনিবার দিনের পরের অংশে বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।
আজ দুই মেদিনীপুরের গড় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ একেবারেই নেই বললেই চলে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। আজ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us