জোরালো টক্কর, তেজস্বী দিলেন পাল্টা জবাব

'প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় রাজনীতি নিয়ে এসেছেন, এদিন তা করা শোভনীয় হয়নি তাঁর', এমনটাই বললেন তেজস্বী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
TejaswiYadav

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ৭৭তম স্বাধীনতা দিবসে দিল্লির রেড ফোর্ট থেকেই গতবছরের জয়ের ধারা নিশ্চিত করে গিয়েছেন প্রধানমন্ত্রী। আর যা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে রাজনীতির অন্দরে। এবার তাঁর পাল্টা জবাব দিলেন বিহারের ডেপুটি সিএম ও আরজেডি নেতা তেজস্বী যাদব।

এদিন তিনি বলেন, “প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় রাজনীতি নিয়ে এসেছেন, এদিন তা করা শোভনীয় নয়। জনগণ আশা করেছিল যে প্রধানমন্ত্রী কর্মসংস্থানের সুযোগ, স্টার্টআপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়ে কথা বলবেন। অথচ তিনি রাজনীতির কথাই বললেন। আমরা তাকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বলতে শুনেছি। অথচ বাস্তব চিত্রটা আলাদা। মানুষ দেখছে যে গণতন্ত্র এবং সংবিধান বিপন্ন, মুদ্রাস্ফীতি রয়েছে, বেকারত্ব রয়েছে। অথচ এই সবের মধ্যে তিনি আগামী বছর ফের ফিরে আসবেন সেই কথাই বলে গেলেন”।