/anm-bengali/media/media_files/0KA7jHDE9xUktovSG8vA.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। টুইট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাস্তব পরিস্থিতি। আর যা নিয়ে ফের চর্চা শুরু রাজনীতির অন্দরে।
তিনি টুইটে কি বলেছেন সেটা বলার আগে দেখে নিন টুইটটি –
Another day, another illustration that depicts how biased & partial Mamata Police actually is.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 29, 2023
While some Officers participate in the political processions of the Regional TMC Party, some beat up BJP Candidates for not withdrawing candidature and some hold an umbrella as an act… pic.twitter.com/Hz7JuWVf93
শুভেন্দু অধিকারীর কথায়, ‘আরেকটি দৃষ্টান্ত পাওয়া গেল, যেখানে দেখা যাচ্ছে যে মমতার পুলিশ আসলে কতটা পক্ষপাতদুষ্ট।
তৃণমূলের মিছিলে দেখা যায়, কখনও পুলিশ এই দায়িত্ব পালন করছে, যাতে অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে না পারে। আবার অন্যদিকে, কখনও পুলিশ নেতার ছাতা ধরার কাজও করে। এই ভাবেই তৃণমূলের হয়ে নিজেদের দায়িত্ব পালন করে চলেছে পুলিশ’।
আসলে সেই ভিডিওতে এমন ছবিই প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, নেতার মাথায় ছাতা ধরে রয়েছেন উর্দিধারী এক পুলিশ কর্মী। ঘটনা পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের। কাঁকসা ব্লকের টিএমসির ট্রেড ইউনিয়ন নেতা প্রভাত চ্যাটার্জির মাথাতেই ছাতা ধরে রেখেছিলেন ওই ডিউটিরত পুলিশকর্মী।
শুভেন্দুর কথায়, এটি নির্বাচনী আচরণ বিধির বিরুদ্ধ কাজ। তবে একই সাথে তীর্যক ভাষাতে এও বলেছেন তৃণমূল জমানায় এ সবই সম্ভব। একই সাথে তিনি আশা প্রকাশ করে বলেছেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং বাকি রাজ্য পুলিশ বাহিনী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে। তবে সত্যিই তা হবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী নিজেও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us