/anm-bengali/media/media_files/2024/10/24/Rt0b9085oiFFGUnTTAV2.jpg)
নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ৯ মাস পর পৃথিবীর মাটি স্পর্শ করেছে সুনীতারা। গোটা দেশবাসী আনন্দে আত্মহারা। গোটা পৃথিবীর মানুষ শুভেচ্ছা জানাচ্ছে সুনীতাদের। শুভেচ্ছা জানাতে বাদ যায়নি নেতা-মন্ত্রীরাও। তেমনি সুনীতাদের শুভেচ্ছা জানাতে সকাল সকাল 'X' হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে স্বাগত জানিয়ে তাদের মহাকাশযাত্রার কৃতিত্বকে সম্মান জানিয়ে 'X' হ্যান্ডেলে লিখেছেন, "স্বাগত সুনীতা উইলিয়ামস। ঘরের মেয়ে ঘরে। স্বাগত বুচ উইলমোরও। এই কৃতিত্ব, সাহস, দক্ষতা, ধৈর্য দৃষ্টান্ত হয়ে থাক। মহাকাশচারী ও মহাকাশবিজ্ঞানীদের অভিনন্দন ও শুভেচ্ছা।"
/anm-bengali/media/media_files/2025/03/19/1000172485-103960.jpg)
/anm-bengali/media/media_files/2025/03/19/1000172484-672139.jpg)
স্বাগত সুনীতা উইলিয়ামস। ঘরের মেয়ে ঘরে। স্বাগত বুচ উইলমোরও। এই কৃতিত্ব, সাহস, দক্ষতা, ধৈর্য দৃষ্টান্ত হয়ে থাক। মহাকাশচারী ও মহাকাশবিজ্ঞানীদের অভিনন্দন ও শুভেচ্ছা। pic.twitter.com/x8gJ2dJpPl
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us