দিল্লির বিষয় স্বীকার করে নিলেন রাজ্যের মন্ত্রী!

দিল্লির পরিস্থিতি দেখেছে গোটা দেশ। কীভাবে সুপ্রিম কোর্ট, রাজঘাট, তাজমহল জলের তলায় চলে গেছে তা দেখেছে দেশবাসী। এবার সেই আলোচনা পৌঁছাল সংসদ কক্ষেও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 delhi-rains.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: চলতি বর্ষে ক্রমাগত হারে দিল্লির জলমগ্ন পরিস্থিতি দেখেছে গোটা দেশ। কীভাবে সুপ্রিম কোর্ট, রাজঘাট, তাজমহল জলের তলায় চলে গেছে তা দেখেছে দেশবাসী। ফলে সেই আলোচনা পৌঁছাল সংসদ কক্ষেও।

সংসদের অন্দরে রাজ্যের মন্ত্রী নিত্যানন্দ রাই এদিন লোকসভায় বলেন, “২০২৩ সালের জুলাই মাসে বর্ষাকালে ভারী বৃষ্টিপাত এবং যমুনা নদীর জলস্তর অভূতপূর্ব বৃদ্ধির কারণে, দিল্লির বেশ কিছু অংশ, বিশেষ করে যমুনা নদীর তীরের নিকটবর্তী অংশ জলমগ্ন হয়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে এবং বাস্তব সময়ের ভিত্তিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য এনডিআরএফের ১৬টি দল এবং ৬ কোম্পানি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। সর্বাত্মক প্রচেষ্টার কারণে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল” বলে এদিন জানান তিনি।