সাবধান! এই জেলায় আতঙ্ক রয়েছে এখনও

বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে। তবে এই জেলা যেহেতু সমুদ্র তীরবর্তী জেলা, তাই আজ সারাদিনই সেখানে হালকা বৃষ্টি থাকবে বলেই জানা যাচ্ছে। আর তাই সতর্কও থাকতে বলা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ভারী বৃষ্টি হয়েছে। বজ্রপাতের সম্ভাবনার জন্য নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে সকলকেই। গভীর নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফলায় সমুদ্র ও নদীর জলস্তর বেড়েছে। ফলে আতঙ্ক এখনও রয়েছে দক্ষিণ ২৪ পরগণায়।

যা জানা যাচ্ছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে। তবে এই জেলা যেহেতু সমুদ্র তীরবর্তী জেলা, তাই আজ সারাদিনই সেখানে হালকা বৃষ্টি থাকবে বলেই জানা যাচ্ছে। এদিন এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা যাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ।