রাজাকে খুন সোনামেরই- গ্রেফতার

রাজাকে খুন সোনামারই।

author-image
Aniket
New Update
meghalaya raja sonam

নিজস্ব সংবাদদাতা: অবশেষে রাজা-সোনাম কাণ্ডের কিনারার পথে পুলিশ। জানা যাচ্ছে, স্বামী রাজা রঘুবংশীকে খুনের জন্য সুপারি দিয়েছিলেন সোনামই। মেঘালয় পুলিশ এই বিষয়ে জানিয়েছে।

উত্তরপ্রদেশের গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে সোনামকে। সোনামের সঙ্গে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৭ দিন নিখোঁজ ছিল ধৃত সোনাম রঘুবংশী।