সাধারণ নীল-সাদা হাওয়াই চটির দাম ১ লক্ষ টাকা!

জানেন এই নীল-সাদা হাওয়াই চটির দাম কত?

author-image
Shroddha Bhattacharyya
New Update
gbrs

নিজস্ব সংবাদদাতা: রোজকার জীবনের সাধারণ হাওয়াই চটি বিদেশে বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে। যা কিনতে গেলে, নাজেহাল হতে হবে মধ্যবিত্তদের। ইতিমধ্যেই কুয়েতের একটি জুতোর দোকানের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

Kuwait Store's ₹ 1 Lakh 'Sandals' Have Internet In Disbelief | Times Now

সেই ভিডিওতে দেখা গেছে, সাধারণ ঘরে পরার হাওয়াই চটির দাম লেখা এক লক্ষ টাকা। ঝাঁ চকচকে ওই দোকানে সারি সারি হাওয়াই চটি সাজানো রয়েছে। তার মধ্যে নীল-সাদা একটি সাধারণ চটির দাম ৪৫৯০ রিয়ালস। ভারতীয় মুদ্রায় পরিণত করলে এই চটিটির দাম দাঁড়ায় এক লক্ষ টাকা। 

bathroom slippers jumia

এই নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। অনেকের মন্তব্য, ভারতবর্ষে এমন জুতো ৬০ থেকে ৭০ টাকাতেও কিনতে পাওয়া যায়।  অনেকে আবার বিষয়টিকে নিয়ে রসিকতাতেও মেতে উঠেছেন। 

Adddd