New Update
/anm-bengali/media/media_files/5wlVNOxLPx42GuTba3KE.webp)
নিজস্ব সংবাদদাতা: রোজকার জীবনের সাধারণ হাওয়াই চটি বিদেশে বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে। যা কিনতে গেলে, নাজেহাল হতে হবে মধ্যবিত্তদের। ইতিমধ্যেই কুয়েতের একটি জুতোর দোকানের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
/anm-bengali/media/post_attachments/db4165d9f558158b14eaab9d49fcddd1fcb551a7063af3c3bea0283ae41e0d80.jpg?quality=100)
সেই ভিডিওতে দেখা গেছে, সাধারণ ঘরে পরার হাওয়াই চটির দাম লেখা এক লক্ষ টাকা। ঝাঁ চকচকে ওই দোকানে সারি সারি হাওয়াই চটি সাজানো রয়েছে। তার মধ্যে নীল-সাদা একটি সাধারণ চটির দাম ৪৫৯০ রিয়ালস। ভারতীয় মুদ্রায় পরিণত করলে এই চটিটির দাম দাঁড়ায় এক লক্ষ টাকা।
/anm-bengali/media/post_attachments/5205b7ccbe889fcc8cb789ce497eeef0c821d13f441278259e92c38b364ad8ef.jpg)
এই নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। অনেকের মন্তব্য, ভারতবর্ষে এমন জুতো ৬০ থেকে ৭০ টাকাতেও কিনতে পাওয়া যায়। অনেকে আবার বিষয়টিকে নিয়ে রসিকতাতেও মেতে উঠেছেন।
/anm-bengali/media/post_attachments/c6c4553b0eacdbe8eff9ee25baf6749439eb2499d1e5eaf3ca18cbd10c6b4b32.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us