হুগলিতে চলল 'এলোপাথাড়ি গুলি'

হুগলির খানাকুলের নতিবপুর এলাকায় চলল এলোপাথাড়ি গুলি। চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ৩ ভোটার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shoot

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা:শেষ হয়েও হইল না শেষ! অন্তত আজকের সন্ত্রাসপ্রবণ ভোট দেখে একথা বলা যেতেই পারে। ভোট শেষ হয়েছে প্রায় ঘন্টা তিনেক আগে। তবে কিছু ভোটে এখনও চলছে শেষ মুহুর্তের ভোটদান। আর তারপরেও অশান্তি যেন এখনও শেষ হচ্ছে না।

হুগলির খানাকুলের নতিবপুর এলাকায় এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠে এল এবার। ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ এক মহিলা সহ ৩ ভোটার। যা জানা যাচ্ছে, ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তারা। তখনই নাকি তৃণমূলকর্মীরা বুথ দখলের জন্য গ্রামে ঢুকেছিল, আর তারপরই তারা গুলি চালায়। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।