২৪ দিন পার, শেখ শাহজাহানকে নিয়ে আসছে গুরুত্বপূর্ণ খবর

গতকাল ইডির ডাকে সারা দেননি শেখ শাহজাহান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sekh sahajahan.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গত ৫ জানুয়ারি থেকে আজ ৩০ জানুয়ারি, মাঝে পেরিয়ে গেছে ২৪টা দিন। অথচ এখনও অন্তরালেই রয়েছেন সন্দেশখালির ‘টাইগার’। গতকাল ছিল তাঁর ইডির সমনের দিন। গত ২৩ তারিখ শেখ শাহজাহানের বাড়িতে সমনের নোটিশ দিয়ে এসেছিল ইডি। ২৯ তারিখ ছিল সেই সমনের দিন। কিন্তু যেমনটা ধারণা করা হয়েছিল ইডির ডাকে সারা দেননি শেখ শাহজাহান। আসেননি ইডি দফতরে। আর এবার অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন করলেন সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা।

যা জানা যাচ্ছে, গতকাল যখন ইডির সমনের দিন ছিল, তখন তিনি সেখানে না গিয়ে তাঁর আইনজীবী মারফত ব্যাঙ্কশাল কোর্টে ইডি আদালতে আগাম জামিনের আবেদন করেন। আজ রয়েছে সেই মামলার শুনানি।

স্ব

স

স