নিজস্ব সংবাদদাতা: গতকাল বিকেলে পোইচায় নর্মদা নদীতে সাঁতার কাটতে গিয়ে এক পরিবারের সাত জন সদস্যের মৃত্যু হয়েছে।

এনডিআরএফ এবং ভাদোদরা ফায়ার টিম অভিযান চালিয়ে মৃতদেহগুলিকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
/anm-bengali/media/post_attachments/1585ef17cd96b28b61758b124ad26bfd90a00c58b77cfc66f768d632b5dfa5c5.png?size=1200:675)
এখনও পর্যন্ত একজনের মৃতদেহ পাওয়া গেছে। বাকি ছয় জন এখনও নিখোঁজ।
/anm-bengali/media/post_attachments/4a57150265b9aaddbde75f78baa76c02e1566cd686770f99fee4cda4d5e5fbf4.webp)