নিজস্ব সংবাদদাতা: বৃশ্চিক রাশির জাতকদের আজ কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। স্থানান্তর, নতুন দায়িত্ব বা টিম বদল—এসব সম্ভব।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/22/horoscope-scorpio-2025-06-22-07-41-42.png)
আর্থিক ভাগ্য ধীরে ধীরে উন্নতি হবে। সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে গভীর আলোচনা উপকারী হবে। স্বাস্থ্য ভালো, তবে মানসিক চাপ এড়ান।