প্রেসার কুকার

রান্না করার আগে সবজিগুলো যদি প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া হয়, সেক্ষেত্রে যেমন তেল খরচ কম হয়; তেমন গ্যাস খরচও কম হয়।

মাঝারি আঁচে রান্না

রান্না বেশিরভাগ সময় মাঝারি আঁচে করাই ভালো। এতে রান্না পুড়ে যাওয়া অথবা কাঁচা থাকার ভয় থাকে না। গ্যাস কম খরচ হয়।

ফ্রিজ থেকে যথা সময় খাবার বের করা

খাবার গরম করার এক-দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে খাবার বের করে রাখা ভালো। এতে খাবার সাধারণ তাপমাত্রায় চলে আসে এবং গ্যাসে বসানোর পর খুব তাড়াতাড়ি গরম করে নেওয়া যায়।