Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/olxx9qydCacEq9ceLqAW.jpg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা : ভাঙড়ে আইএসএফ-তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ধৃত ৪ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। এই ঘটনায় খুনের পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন শওকত মোল্লা। এলাকায় সন্ত্রাস ও উত্তেজনা তৈরি করতেই আইএসএফ এমন পরিস্থিতির সৃষ্টি করেছে বলে সুর চড়িয়েছেন তিনি। 'চোখে চোখ রেখে লড়াই হবে' বলেও আইএসএফকে নিশানা করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক। শওকত জানান, তিন জন তৃণমূল কর্মীকে যেভাবে মারধর করা হয়েছে তাতে তাদের প্রাণহানিও ঘটতে পারতো। INTTUC নেতা আইনাল মোল্লাকে হত্যার পরিকল্পনা ছিল বলেও কাঠগড়ায় তুলেছেন নওশাদ সিদ্দিকির দলকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us