/anm-bengali/media/media_files/tNFgIUAdjDfVbYpPYtFs.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: অবস্থান বিক্ষোভে বসেছেন রাজ্যসভার বিরোধী সাংসদরা। সংসদের বাইরেই সারারাত কাটালেন তারা। চলতি অধিবেশনে মণিপুর ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লাগাতার সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এরই মধ্যে গতকাল আপ সাংসদ সঞ্জয় সিং-এর প্রতিবাদের কারণে তাঁকে সাসপেন্ড করা হয় রাজ্যসভার পক্ষ থেকে। তাঁর সাসপেনশন তুলে নিতে হবে, সেই দাবিতেও অবস্থান বিক্ষোভ অব্যাহত রয়েছে বিজেপি বিরোধী দল গুলির।
এদিন আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, “আমরা গতকাল থেকে এখানে বসে আছি। আমাদের একমাত্র দাবি প্রধানমন্ত্রী মোদির মণিপুর ইস্যুতে কথা বলা উচিত। আমরা এখানে প্রতিবাদ চালিয়ে যাব এবং আমি এখনও প্রধানমন্ত্রী মোদিকে সংসদে এসে মণিপুর নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি।"
#WATCH | AAP MP Sanjay Singh, says "We are sitting here since yesterday. Our only demand is that PM Modi should speak on the Manipur issue. We will keep protesting here and I am still requesting PM Modi to come to the Parliament and talk on Manipur. pic.twitter.com/j2fxJ61kzD
— ANI (@ANI) July 25, 2023
তবে তাদের এই দাবি নিয়ে কতটা ওয়াকিবহাল এনডিএ শিবির, তাই এখন সবচেয়ে দামী প্রশ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us