/anm-bengali/media/media_files/NaUq0ku35z0swoIfdl0V.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: শিবসেনা এখন দ্বিধাবিভক্ত। উদ্ধব ঠাকরের শিবসেনা আর একনাথ শিন্ডের শিবসেনা। সেই মহারাষ্ট্রের রাজনীতি অন্য বিষয়। কিন্তু উদ্ধবের সমর্থনে রয়েছেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত। আর এবার এই সঞ্জয় রাউতের গলায় শোনা গেল মোদির প্রশংসা।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে এদিন সঞ্জয় রাউত বলেন, “ক্রেডিট নিয়ে লড়াই শেষ হওয়া উচিত। এটা আপনার সরকার, এটা আগামীকাল অন্য কোনো সরকার (শাসনে) হতে পারে। আপনি যদি নারীদের কথা বলেন, তাহলে কেন আপনি কৃতিত্বের জন্য লড়াই করেন? আপনি বিল পেয়েছেন, আপনি পেশ করেছেন। আপনি সাহস দেখিয়েছেন এবং আমরা আপনার সাহসের প্রশংসা করি। কিন্তু তাঁর জন্যে বরাই করার এই গড়িমা ওনার ত্যাগ করা উচিত”।
#WATCH | Delhi: "The fight for credit should end...It's your government it may be some other government (in rule) tomorrow. If you talk about women then why do you fight over credit? You have got the bill, you have tabled it, you've shown courage and we appreciate your courage,"… pic.twitter.com/proqJT6eyw
— ANI (@ANI) September 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us