ভয়াবহ, ২৪ বার গোলাবর্ষণ! সব শেষ, কাঁদছে দেশের মানুষ

রাশিয়ার হামলায় আতঙ্কিত ইউক্রেনের জনগণ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
dew

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের উপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের একাধিক শহর। মঙ্গলবার রাতে ডিনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, 'নিকোপোল ও মারহানেটস সম্প্রদায়ের ওপর ভারী আর্টিলারি থেকে প্রায় ২৪ টি গোলা নিক্ষেপ করেছে রুশরা। গোলাবর্ষণের ফলে  ৬টি প্রাইভেট বাড়ি, ৪টি আউটবিল্ডিং, অটো, বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শত্রুরা সিনেলনিকোভস্কি জেলা ও পোকরোভস্ক সম্প্রদায়ের ওপর আক্রমণ করে।'