ভয়াবহ, চোখের পলকে আছড়ে পড়ল ১৫০ টি রকেট! ছুটছে মানুষ

ফের হামাস বাহিনীর হামলায় বিধ্বস্ত তেল আবিব।

author-image
Aniruddha Chakraborty
New Update
,m

file pic

নিজস্ব সংবাদদাতাঃ হামাস তেল আবিব ও এর আশেপাশের এলাকা লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেওয়ার পর আবার রকেট হামলা চালিয়েছে। জানা গিয়েছে, মোট ১৫০ টি রকেট হামলা চালানো হয়েছে। রেহোভোট, নেস জিওনা, তেল আবিব-জাফা, রামাত গান, ইয়াভনেহ, রিশান লেজিওন, গিভাতাইম, রামাত হাশারন, পেটাহ টিকভা, কিরিয়াত ওনো, বেনি ব্রাক, গিভাত শামুয়েল, বিয়ার ইয়াকভ, রামলা, হোলন, মিকভে ইসরায়েল, ব্যাট ইয়ামে বিমান হামলার সাইরেন বাজানো হয়। তেল আবিবে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গাজা উপত্যকায় হামাসের সম্পদ রাখার জন্য ব্যবহৃত দুটি বহুতল টাওয়ারে আইডিএফ বোমা বর্ষণের পর হামাস তেল আবিবকে টার্গেট করার হুমকি দিয়েছিল।

hire