Shreyashree Banerjee
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/AKg284R1hkJovu59TfH1.jpg)
নিজস্ব সংবাদদাতা: আরজি কর নিয়ে প্রকাশ্যে কোনও মন্ত্রী মুখ খুলবেন না। একমাত্র মুখ্যমন্ত্রীই বলবেন। সম্প্রতি দলের অনেকেই আরজি কর নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। যার জেরে অস্বস্তি বেড়ে দলের। আরজি কর আবহে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/g4fvwl7ZRrpVcut2R8Ca.jpg)
এদিন বৈঠক থেকে মমতা বলেন, ডাক্তারদের আন্দোলন নিয়ে কেউ কোনও কথা বলবেন না। প্রশাসন ও দলের সদস্যদের আচরণ নিয়ে সংযত হওয়ার নির্দেশ দেন মমতা। এদিন মন্ত্রিসভার বৈঠকে পূর্ণমন্ত্রীদের স্বাধীন প্রতিমন্ত্রীদের কাজে লাগানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হচ্ছে কিন্তু এমওএসদের দের জানানো হচ্ছে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us