জাতীয় দল নয় কংগ্রেস?

রাজ্যসভার সাংসদ এবং বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
DGTSN

নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভার সাংসদ এবং বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেছেন, "যারা 'ন্যায় পাত্র' নাম দিয়েছে সেই দল এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজস্থানে দু'দিন আগে বলেছিলেন যে ৩৭০ ধারা বাতিল করার পরে এখানে কী পরিবর্তন আসে! তার বক্তব্য থেকে দেশের ঐক্য ও অখণ্ডতার সাথে কতটা অবিচার করা যেতে পারে তা স্পষ্ট।

BJP nominates Sudhanshu Trivedi for Rajya Sabha seat from Uttar Pradesh

বিজেপি এই বক্তব্যকে গুরুত্ব সহকারে নিচ্ছে। এতে দেখা যাচ্ছে যে কংগ্রেস দল রাজনৈতিক ও আচরণগতভাবে জাতীয় দলের মর্যাদা হারানোর দ্বারপ্রান্তে রয়েছে। নৈতিকভাবে একটি জাতীয় দল হওয়ার অধিকার হারিয়েছে কংগ্রেস।"

BJP names Sudhanshu Trivedi, Satish Dubey as its nominees for Rajya Sabha  polls | India News - Times of India

Add 1