New Update
/anm-bengali/media/media_files/2025/05/30/pYKiS4VA7sE9WODeQbXd.jpg)
নিজস্ব সংবাদদাতা : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ পরিদর্শন করলেন ভারতের প্রথম স্বদেশে নির্মিত বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত। জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি নৌসেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
/anm-bengali/media/media_files/fgmqcrhybGGjVjbNwgTC.jpg)
এই সফরের মাধ্যমে আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা সক্ষমতার এক শক্তিশালী বার্তা দিল কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, “আইএনএস বিক্রান্ত দেশের গৌরব ও প্রযুক্তিগত উন্নতির প্রতীক।” বিশেষজ্ঞদের মতে, এই সফর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
Goa | Defence Minister Rajnath Singh onboard at INS Vikrant.
— ANI (@ANI) May 30, 2025
(Source: RM Office) pic.twitter.com/k2OqUvOXG9
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us