New Update
/anm-bengali/media/media_files/2025/05/30/pYKiS4VA7sE9WODeQbXd.jpg)
নিজস্ব সংবাদদাতা : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ পরিদর্শন করলেন ভারতের প্রথম স্বদেশে নির্মিত বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত। জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি নৌসেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এই সফরের মাধ্যমে আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা সক্ষমতার এক শক্তিশালী বার্তা দিল কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, “আইএনএস বিক্রান্ত দেশের গৌরব ও প্রযুক্তিগত উন্নতির প্রতীক।” বিশেষজ্ঞদের মতে, এই সফর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
Goa | Defence Minister Rajnath Singh onboard at INS Vikrant.
— ANI (@ANI) May 30, 2025
(Source: RM Office) pic.twitter.com/k2OqUvOXG9