কার্গিল উড়ে গেলেন রাজনাথ সিং

এদিন সকালেই কার্গিল পৌঁছান রাজনাথ সিং। আজ সারাটা দিন সেখানেই কাটানোর কথা রয়েছে তাঁর। শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিরক্ষা মন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rajnath kargil.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দ্রাসে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কার্গিল বিজয় দিবসে আজ সারাটা দিন সেখানেই কাটাবেন তিনি। এদিন সকালেই কার্গিল পৌঁছান রাজনাথ সিং। তারপর সোজা চলে যান দ্রাসে। সেখানে শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে প্রাণ হারানো সৈন্যদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি। তাদের হাতে সম্মানের চিহ্ন হিসেবে একটি স্মারক ও শাল তুলে দেন।

আজ মূলত সারাদিন ধরেই সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কার্গিল যুদ্ধের সাহসীদের স্মরণে দ্রাসে নির্মিত 'হাট অফ রিমেমব্রেন্স' মিউজিয়ামও আজ খোলা রয়েছে সকলের জন্যে। সেই মিউজিয়ামও পরিদর্শন করেন রাজনাথ সিং।