/anm-bengali/media/media_files/qb4VDoZwSRoglVrIuG7S.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম শতবার্ষিকী। শুধু গান্ধীজী নয়, স্মরণ করা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীকেও। এবার তাঁকে স্মরণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
সকালেই টুইট করলেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। 'জয় জওয়ান, জয় কিষাণ' স্লোগান দিয়ে, তিনি দেশের দুটি বড় তপস্বী শ্রেণীর ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন। শাস্ত্রীজির দেখানো পথ আমাদের ভারতের প্রতিটি পরিশ্রমী নাগরিককে তাদের অধিকার দিতে অনুপ্রাণিত করে”।
भारत के पूर्व प्रधानमंत्री, श्री लाल बहादुर शास्त्री जी को उनकी जयंती पर नमन।
— Rahul Gandhi (@RahulGandhi) October 2, 2023
'जय जवान, जय किसान' के नारे से उन्होंने देश के दो बड़े तपस्वी वर्गों को सशक्त करने का काम किया था।
शास्त्री जी का दिखाया रास्ता हमें भारत के हर मेहनती नागरिक को उनका अधिकार दिलाने के लिए प्रेरित करता… pic.twitter.com/RAZv1CCN0O
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us