আজ মণিপুরে রাহুল, পারবেন শান্তি ফেরাতে?

অশান্তির আবহেই আজ মণিপুরে পা রাখতে চলেছেন রাহুল গান্ধী। ২৯ ও ৩০ জুন মণিপুরেই থাকবেন তিনি। ঘুরে দেখবেন ত্রাণ শিবিরগুলি। কথা বলবেন সেখানকার মানুষদের সাথে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul gandhi bjp.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: নয় নয় করে ২ মাস অতিক্রান্ত হতে চলেছে। অথচ এখনও অশান্ত মণিপুর। সরকারি পরিসংখ্যান বলছে, হতাহতের সংখ্যা শতাধিক, নির্দিষ্ট করে বললে ১১৩। ঘরছাড়া হাজার হাজার মানুষ। সেই আবহেই আজ মণিপুরে পা রাখতে চলেছেন রাহুল গান্ধী। ২৯ ও ৩০ জুন মণিপুরেই থাকবেন রাহুল। ঘুরে দেখবেন ত্রাণ শিবিরগুলি। কথা বলবেন বিধ্বস্ত মানুষদের সাথে।

আজ সকালেই বৃষ্টিকে মাথায় নিয়ে দিল্লি থেকে ফ্লাইটে যাত্রা করেন রাহুল। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন তিনি।