এই জায়গায় সবাই আজও সবাই সংস্কৃতে কথা বলে!

'মন কি বাত'-এর ১১১তম পর্বে, সংস্কৃত ভাষার সম্পর্কে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
mann ki baathj.jpg

নিজস্ব সংবাদদাতা: 'মন কি বাত'-এর ১১১তম পর্বে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "আকাশবাণীর সংস্কৃত বুলেটিন আজ তার সম্প্রচারের ৫০ বছর পূর্ণ করেছে। ৫০ বছর ধরে, এই বুলেটিন এত লোককে সংস্কৃতের সঙ্গে যুক্ত করে রেখেছে। বেঙ্গালুরুতে একটি পার্ক আছে-'কাব্বন পার্ক'। 

modi29mo

বেঙ্গালুরুর এই পার্কে এখানকার মানুষ এক নতুন অভ্যাস শুরু করেছে। প্রতি রবিবার, শিশু, যুবক এবং বৃদ্ধরা একে অপরের সাথে সংস্কৃতে কথা বলেন।

ppmmodii1.jpg

তারা এই উদ্যোগের নাম দিয়েছে-সংস্কৃত সপ্তাহান্ত।"

Adddd