New Update
/anm-bengali/media/media_files/1DZdQgo6BfqRjvuFVqd2.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে সভা করছে না তৃণমূল। বদলে সেদিন স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য়ের দুই মন্ত্রী। সূত্রে খবর, উচ্চমাধ্যমিক চলাকালীন সভা করবে না রাজ্যের শাসকদল।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, রবিবার সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী-পার্থ ভৌমিক ও সুজিত বসু। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। কথা বলবেন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us