সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধেই এফআইআর পুলিশের

এবার এফআইআর দায়ের হল ইডির বিরুদ্ধে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ed attack.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালির ঘটনার সাক্ষী থেকেছে গোটা রাজ্য। কীভাবে প্রাণ ভয়ে পালাতে হয়েছে ইডি আধিকারিকদের, তা দেখতে হয়েছে সকলকে। কীভাবে আহত হয়েছেন ৫ আধিকারিক তাও দেখেছে সকলে। আর এবার সেই মামলাতে তারাই নাকি দোষী। এমনই অবাক দাবি করেছে রাজ্য পুলিশ।

শুধু দাবি না, সরাসরি এবার এফআইআর দায়ের হল ইডির বিরুদ্ধে। সন্দেশখালির ঘটনায় ইডি-র বিরুদ্ধেই এফআইআর পুলিশের। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা রুজু করল ন্যাজাট থানার পুলিশ। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গতকাল না জানিয়ে এবং ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন ইডি-র অফিসাররা। এমনই অভিযোগ আনা হয়েছে ইডির বিরুদ্ধে।

কিন্তু গতকাল বাস্তবে দেখা গিয়েছে অন্য ছবিই। প্রথমত, সার্চ ওয়ারেন্ট দেখার জন্যে শেখ শাহজাহানের পরিবারের কোনও সদস্য, বা কেয়ারটেকার কেউই উপস্থিত ছিলেন না এদিন। আর দ্বিতীয়ত, ইডির তদন্তকারী অফিসারেরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা কেউই গতকাল তালা ভাঙার চেষ্টা করলেও, সেই তালা ভাঙতে পারেননি। তাই পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত তা জানতে চাওয়া হয় উচ্চপদস্ত অফিসারদের কাছে।

ইডির অফিসারেরা গতকাল থেকেই জানাচ্ছেন, সেই আলোচনা চলার সময়ই তাঁদের ওপর চড়াও হয় গ্রামবাসীরা। আর তার পরের ঘটনা সবার জানা। তাহলে এর মধ্যে ইডির বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সত্যি কখন হল? যা নিয়ে নতুন করে শুরু হয়েছে দ্বন্দ্ব!

hiren