অনুব্রত মণ্ডল অনুপস্থিত, তদন্তে গতি আনতে ফের নোটিস

বোলপুর এসডিপিও অফিসে আজ হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। অনুপস্থিত থাকায় ফের নোটিস পাঠিয়েছে পুলিশ।

author-image
Debapriya Sarkar
New Update
ঘুম উড়ে গেছে অনুব্রতর!

নিজস্ব সংবাদদাতা : আজ বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। তবে তিনি উপস্থিত হননি। তাঁর আইনজীবীরা পুলিশকে জানান, শারীরিক অসুস্থতার কারণে অনুব্রত মণ্ডল এ দিন হাজিরা দিতে পারেননি।

অনুব্রত মণ্ডলের শুনানি! এবারেও কাজ হল না

পুলিশ সূত্রে খবর, এই অনুপস্থিতির প্রেক্ষিতে তাঁকে ফের হাজিরা দেওয়ার জন্য নতুন নোটিস পাঠানো হয়েছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।