New Update
/anm-bengali/media/media_files/r2lI6qbLieQEMXEpsx8D.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ঝাঁটা হাতে, লাঠি হাতে প্রতিবাদী ঝড় তুলেছিলেন তারা। দীর্ঘদিন ধরে চলা অন্যায়ের এই ভাবেই প্রতিবাদ দেখিয়েছিলেন সন্দেশখালির গ্রাম্য বধূরা। নারী যে সব পারে, তা হাতে-কলমে দেখিয়ে দিয়েছেন সেই সন্দেশখালির মহিলারা। এবার এই সন্দেশখালির মহিলারাই ঝড় তুলতে চলেছেন প্রধানমন্ত্রীর জনসভায়।
আজ বারাসাতের জনসভায় বিশেষ চমক হিসেবে থাকছেন সন্দেশখালির প্রতিবাদীরা। তাঁদের ভয়াবহ অভিজ্ঞতা, তাঁদের সংঘর্ষের কথা শুনবেন প্রধানমন্ত্রী। তাঁদেরকে বিশেষ বার্তাও দেবেন তিনি, বলে এমনটাই জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us