বড় শিল্পপতির মৃত্যু-কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী মোদী!

প্রয়াত ভারতীয় ইলেকট্রনিক কোম্পানি বিপিএল গ্রুপের প্রতিষ্ঠাতা টি পি গোপালন নাম্বিয়ার।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Modi

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় ইলেকট্রনিক কোম্পানি বিপিএল গ্রুপের প্রতিষ্ঠাতা টি পি গোপালন নাম্বিয়ার মারা গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁকে "অগ্রণী উদ্ভাবক এবং শিল্পপতি" বলে অভিহিত করেছেন।

এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, "শ্রী টিপিজি নাম্বিয়ারজি ছিলেন একজন অগ্রণী উদ্ভাবক ও শিল্পপতি, যিনি ভারতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার জোরালো প্রবক্তা ছিলেন। তাঁর প্রয়াণে শোকাহত। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা।" 

প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা প্রধানমন্ত্রী বলেছেন, "আইকনিক বিপিএল ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা শ্রী টিপিজি নাম্বিয়ারের প্রয়াণে আমি শোকাহত, যিনি দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ ছিলেন। শ্রী নাম্বিয়ারের বিশাল অবদান ও উত্তরাধিকার চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।" 

তিনি বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের শ্বশুর ছিলেন।