/anm-bengali/media/media_files/uDtSq5EcAkY7hJDR8AF8.jpg)
গান বাঁধলেন পটের শিল্পীরা
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : গরমের হাত থেকে কীভাবে বাঁচবেন, এবার তা নিয়ে গান বাঁধলো পিংলার (Pingla) নয়ার পটুয়ারা। গত কয়েকদিন ধরে দক্ষিনবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলছে। বেলা বাড়তেই মানুষজন বাড়ির বাইরে বেরোতে পারছেন না।তাপমাত্রা ৪৪-৪৫ ডিগ্রির কোঠায়। রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন নির্দেশিকা দিয়েছে। আর এবার গরমের হাত থেকে বাঁচতে মানুষকে সচেতন করার জন্য গান বাঁধলো পিংলার নয়ার পটুয়ারা। গানের মাধ্যমে এই গরমে কি কি করা উচিত, সরকারি নির্দেশ মানা উচিত এই বার্তা নিয়েই তারা গান বাঁধলো। পিংলার নয়ার পটুয়া বাহাদূর চিত্রকরের উদ্যোগে পটের শিল্পীরা গরমের গান বানিয়েছে। বাহাদূর চিত্রকর ছাড়াও আরো কয়েকজন শিল্পী অংশগ্রহন করেছে এই গানে।বাহাদূর বাবু জানান, 'রাজ্যের বিভিন্ন প্রান্তে যে তাপপ্রবাহ চলছে তা থেকে বাঁচতে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে আমাদের এই পটের গান।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us