রাজধানীতে তীব্র জল সংকট!

দিল্লির চাণক্যপুরীতে জলের ট্যাঙ্কারের উপরে উঠে জল সংগ্রহ করছে বাসিন্দারা। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
Delhi_water_crisis.webp

নিজস্ব সংবাদদাতা: একে দিল্লির তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪২ ডিগ্রির আশেপাশে, তারওপর রাজধানীতে চলছে তীব্র জল সংকট।

dfvb

এই আবহে, আজ সকালে দিল্লির চাণক্যপুরীতে দেখা গেলো তারই এক খণ্ডচিত্র। দিল্লির বেশ কয়েকটি অংশে জল সংকট হওয়ায়, সেই অঞ্চলের লোকেরা জল সংগ্রহের জন্য জলের ট্যাঙ্কারের উপরে উঠে পড়েছে।

delhi water crisis: Delhi announces water supply cut. Check out the  affected areas - The Economic Times

বাসিন্দারা তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য বালতিতে করে জল সংগ্রহ করছে। 



Add 1