/anm-bengali/media/media_files/YKrG1ukJ8xVHDXR7Tspv.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভারতের সাংস্কৃতিক কূটনীতিকে আরও মজবুত করতে ভারতের সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে সফরে যাচ্ছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন এক প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী) সাংসদ শ্রীকান্ত একনাথ শিন্ডে।
/anm-bengali/media/media_files/BzJCYws1Ci2vZklBiqJL.jpg)
এই সফরের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল আবুধাবির প্রসিদ্ধ BAPS হিন্দু মন্দির পরিদর্শন। মন্দিরে গিয়ে দলটি পূজা-অর্চনায় অংশ নেয় এবং মন্দির কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। শুধু ধর্মীয় দিক থেকে নয়, এই সফর ভারতের নরম শক্তি তথা ‘সফট পাওয়ার’ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করা হচ্ছে।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, বিদেশের মাটিতে দাঁড়িয়ে এমন একটি হিন্দু মন্দির পরিদর্শন তাঁদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। ভারতীয় সংস্কৃতির সৌন্দর্য এবং ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us