এখানে এক বছর করে বয়স কমে গেল সকলের!

দক্ষিণ কোরিয়ায় বয়স নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক মাপকাঠি মেনে চলার দাবি উঠছিল দীর্ঘদিন ধরেই। সেই মত দেশের নাগরিক আইনে রদবদল ঘটানো হল। গতবছর ঘোষণা হলেও এতদিনে তা কার্যকর হল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
south korea (1)

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: জীবনযাত্রা থেকে সিনেমা, তাদের অনুসরণ করে গোটা বিশ্ব। এবার তাদের ঘরেই ঘটল উলটপুরাণ। নাগরিকদের বয়স কমে গেল এক বছর করে! এমনই আশ্চর্য ঘটনা ঘটল এ দেশে।

আসলে নাগরিকদের বয়স নির্ধারণের চিরাচরিত ধারা থেকে সরে এল দক্ষিণ কোরিয়া। এতকাল সদ্যোজাত শিশুর বয়স জন্মলগ্ন থেকে এক বছর ধরা হত। তবে এবার থেকে অন্যান্য দেশের মতনই সেখানে গণনা হবে। মানে জন্মের পর থেকে এক দিন, দু’দিন, এক মাস, দু’মাস করে শিশুর বয়স গড়াবে। আর এই ভাবেই হবে একবছর।

এই নিয়ম যেহেতু জারি হল, তাই নাগরিকদের বয়স প্রত্যেকেরই একবছর করে কমে গেল।

দক্ষিণ কোরিয়ায় বয়স নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক মাপকাঠি মেনে চলার দাবি উঠছিল দীর্ঘদিন ধরেই। সেই মত দেশের নাগরিক আইনে রদবদল ঘটানো হয়েছে। গতবছর ঘোষণা হলেও এতদিনে তা কার্যকর হল। নয়া নিয়মের তারিখ অনুযায়ীই প্রত্যেক নাগরিকের বয়স নির্ধারিত হবে। দক্ষিণ কোরিয়ার সরকারের তরফে মঙ্গলবার বিবৃতি জারি করে এমনই ঘোষণা করা হয়। আর বুধবার সেই নিয়মই কার্যকর হল।

দক্ষিণ কোরিয়ায় এতদিন ভূমিষ্ঠ হওয়ার মুহুর্ত থেকেই শিশুর বয়স এক বছর বলে ধরা হত। মাতৃগর্ভে থাকা সময়কালকে শিশুর জীবনের একবছর হিসেবে গণ্য করা হত। আরও মজার বিষয় হল ওই শিশুর জন্মের পর যদি কয়েক দিন বা মাসের মধ্যে নতুন বছর পড়ে যেত তাহলে ওই শিশুর বয়স হয়ে যেত দু’বছর।

একমাত্র দক্ষিণ কোরিয়াতেই এতদিন এই পদ্ধতিতে বয়স নির্ধারণ করা হত। মূলত সামাজিক এবং কর্মক্ষেত্রেই এই পদ্ধতিতে বয়সের হিসেব হত। তাতে বাইরের দেশে গিয়ে ধন্দে পড়তেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। অনেক সময় প্রশ্নের মুখোমুখিও হতে হত। তাই এবার এই সব সমস্যা থেকে মুক্তি পেতে সিদ্ধান্তে বদল ঘটাল দেশ। এবার থেকে আর বাইরের দেশে গিয়েও সমস্যায় পড়তে হবে না দক্ষিণ কোরিয়ার নাগরিকদের।