/anm-bengali/media/media_files/2024/10/28/CmF5mn2bcDMESLandWcW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ খুনের হুমকি প্রসঙ্গে বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব বলেন, "সামাজিক ন্যায়বিচারের লড়াইয়ে আমি অনেক উত্থান-পতন দেখেছি। কারও সঙ্গে আমার ব্যক্তিগত বিরোধ নেই। আমি শুধু ইস্যু নিয়ে কথা বলি। আমাকে নিরাপত্তা দেওয়ার এখতিয়ার সরকারের। আমি ঝাড়খণ্ড ও ঝাড়খণ্ড মহাজোটের জনসাধারণের সেবা করার জন্য কাজ করছি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বহুবার দেখা করার চেষ্টা করেছি। তারা সেই সব মানুষকে নিরাপত্তা দিচ্ছে, যাদের কোনো নিরাপত্তার প্রয়োজন নেই। আমি জানি না কারা আমাকে হুমকি দিচ্ছে। এই বিষয়ে ডিজি ও এসপির সঙ্গে কথা বলেছি। হুমকি পাওয়ার পরও আমি মুম্বাই গিয়ে অভিনেতা সালমান খান ও বাবা সিদ্দিকীর পরিবারের সঙ্গে দেখা করি। যাঁরা সরকারে নেই, তাঁদের সময় দিচ্ছেন না বিহারের মুখ্যমন্ত্রী। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি।"
#WATCH | Madhupur, Deoghar, Jharkhand: On alleged death threat to him, Independent MP from Bihar's Purnia, Pappu Yadav says, "...I have seen a lot of ups and downs in the fight for social justice...I don't have any personal fight with anyone. I only talk about issues...It is the… pic.twitter.com/ZpdTKAu92X
— ANI (@ANI) October 28, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us